Kode Iklan atau kode lainnya

বিএড করা চাকরি প্রার্থীদের নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে

প্রাথমিক শিক্ষক নিয়োগ সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার, সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। প্রাথমিক মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে সুযোগ না দেওয়া সংক্রান্ত আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। 

২০১৭ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এই আবেদন করেন। গত সপ্তাহে এই মামলায় ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের বক্তব্য ছিল, বর্তমান সময়ে দাঁড়িয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া মামলাটি গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। কারণ এর আগে রায় দিয়ে সুপ্রিম কোর্টই জানিয়েছে, বিএডরা প্রশিক্ষণরতরা প্রাথমিকে সুযোগ পাবেন না। প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি পাবেন শুধুমাত্র ডিএলএড উত্তীর্ণরা। 

প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিকের চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়ার জন্য কলকাতা হাই কোর্টে মামলা করেছিল বিএড প্রশিক্ষিতরা। এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করেন ডিএলএড করা চাকরি প্রার্থীরা। এই অবস্থায় আজ শীর্ষ আদালত শুনানি রয়েছে।

close