Kode Iklan atau kode lainnya

অসাধারণ সাফল্য বাংলার মেধাবীর, UPSC পরীক্ষায় বিরাট সাফল্য পেয়ে চমক পেলেন দেবদূত

দেবদূত সাহা সর্বভারতীয় UPSC পরীক্ষা

নিউজ ডেস্ক: অসাধারণ সাফল্য বাংলার মেধাবীর,  UPSC পরীক্ষায় বিরাট সাফল্য বঙ্গতনয়ের! চাষীর ছেলের কীর্তিতে বাংলার মুখ ফের উজ্বল হল। বীরভূমের মহম্মদবাজারের বিষ্ণুপুরের বাসিন্দা দেবদূত সাহা সর্বভারতীয় UPSC পরীক্ষায় বড় সাফল্য পেলেন। ২০২০ সালে পোস্ট অফিসে চাকরি পান এই কৃতী ছাত্র।

কৃষক পরিবারের সন্তান দেবদূত ছোট থেকেই বেশ মেধাবী। UPSC-এর ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস পরীক্ষায় গোটা দেশের ৩৩ জন কৃতীর তালিকায় নাম রয়েছে দেবদূত সাহার। বাড়িতে রয়েছেন ঠাকুমা আদুরাণী সাহা, বাবা পিন্টু সাহা ও মা ছায়া সাহা। এদেঁর নিয়েই তাঁর ছোট্ট পরিবার।

তবে গ্রামীণ পোস্ট অফিসে (Post Office) পোস্ট মাস্টারের চাকরি পেলেও সর্বভারতীয়স্তরের পরীক্ষায় বসার অদম্য ইচ্ছেটা ফুরিয়ে যায়নি দেবদূতের।

দেবদূত সাফল্যের বিষয়ে জানান, “বিষ্ণুপুর হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম বীরভূম জেলা স্কুল থেকে। এরপর স্নাতকস্তর পাশ করি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) থেকে। গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারেই চাকরি পাই। IIT Kanpur-এ সুযোগ পেয়েছিলাম, কিন্তু যাইনি। পোস্ট অফিসের চাকরিতেই যোগ দিই।”

UPSC পরীক্ষায় সাফল্য প্রসঙ্গে দেবদূত বলেন, “২০২১ সালের মাঝামাঝি সময় থেকে UPSC-এর প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম। ২০২২ সালে প্রথমবার পরীক্ষায় বসি। প্রথমবার লেখা পরীক্ষায় পাশ করে ইন্টারভিউ দিই। কিন্তু সেবার আমার হয়নি। তবে দ্বিতীয়বারের পরীক্ষায় সুযোগ পেয়ে যাই। UPSC-এর ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস পরীক্ষায় সুযোগ পাই। এখন ২ বছর ট্রেনিং হবে। ট্রেনিংয়ের পরে পোস্টিং দেবে। এখন আমার ২৫ বছর বয়স। চাকরির মধ্যেই সময় বাঁচিয়ে পড়াশোনা করতাম। ছুটির দিন বা অন্য অবসর সময়ে পড়তাম। ২০২০ সালে পোস্ট অফিসে চাকরি পেয়েছি। বাবা বর্তমানে বাড়িতেই থাকেন। আগে তিনি চাষের কাজ করতেন।” 

close