Kode Iklan atau kode lainnya

শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য প্রস্তাব দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন

 শিক্ষকদের বদলি

শিক্ষকদের বদলি: ভালো খবর শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে আপস-বদলি। ফের আপস-বদলি চালুর প্রস্তাব দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। এর আগে এসএসসির অনুরোধের পরেই শিক্ষকদের বদলি প্রক্রিয়া বন্ধ রাখে রাজ্য শিক্ষা দফতর। 

এবারে শিক্ষা দফতরকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আপস-বদলি বা ‘মিউচুয়াল ট্রান্সফার’ শুরু করার প্রস্তাব দিল স্কুল সার্ভিস কমিশন। গত কয়েক মাস ধরে স্কুলের  সমস্ত বদলি বন্ধ। এই ভাবে বন্ধ থাকার কারণে সমস্যায় পড়ছিলেন শিক্ষকরা।  আপস বদলির প্রক্রিয়া চালু হলেও জেনারেল বদলি এখনই শুরু করা হচ্ছে না বলেই জানা গেছে। 

এই বিষয়ে এসএসসির এক কর্তা বলেন, “আপস বদলিতে দু'টি স্কুলের মধ্যে কোনও রকম পরিবর্তন কিছু হয় না। তাই এই বদলি ফের শুরু করার প্রস্তাব দিয়ে চিঠি দেওয়া হয়েছে।”

close