Kode Iklan atau kode lainnya

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কুন্তল! কেন?

 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক: কথা না শুনে তদন্তে স্থগিতাদেশ কেন? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন কুন্তল ঘোষ। কলকাতা পুলিশ ও CBI নিয়ে বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের গঠন করা তদন্ত কমিটি ফের বহাল করা হোক। দাবি করলেন কুন্তল।

কুন্তলের ভিত্তিতে দায়ের মামলায় সিবিআই আধিকারিকদের রক্ষাকবচ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিম্ন আদালত ওই আবেদনের ভিত্তিতে যে তদন্ত কমিটি গঠন করেছিল তাও খারিজ করে দিয়েছেন বিচারপতি। 

যদিও কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার অধুনা বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাঁর দাবি, তাঁর বক্তব্য না শুনেই রায় দিয়েছে আদালত।

গত মে মাসে কুন্তল ঘোষ অভিযোগ করেন, তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছে সিবিআই ও ইডি। এই ঘটনার কথা জানিয়ে প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন কুন্তল। এর পর বিষয়টি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উত্থাপন করে ইডি।

কুন্তলের অভিযোগপত্রের ভিত্তিতে সিবিআই ও কলকাতা পুলিশকে নিয়ে সিট গঠন করেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। গত ১৪ সেপ্টেম্বর সেই তদন্ত কমিটি খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। 

বুধবার কুন্তলের অভিযোগের ভিত্তিতে দায়ের মামলায় সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনও পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে নতুন করে কোনও FIR করা যাবে না বলেও জানান তিনি। এর পরই বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন কুন্তল।

close