Kode Iklan atau kode lainnya

Big News: নিয়োগ দুর্নীতিতে ফের তলব অভিষেককে, তলব করা হল অভিষেকের বাবা-মাকেও

অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক: ফের ডাক পড়ল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিতে এবার অভিষেকের বাবা-মাকেও তলব করল ইডি। সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে তলব করেছে ইডি। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে একাধিক নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে। আগামী সপ্তাহে ২জনকেই সিজিও কমপ্লেক্সে ইডির তলব করেছে বলে সূত্রের খবর। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে একাধিক নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

দিল্লিতে ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই কর্মসূচির দ্বিতীয় দিনেই অর্থাৎ, ৩ অক্টোবর, মঙ্গলবার ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই নিয়েই রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেন, আসলে তৃণমূলের আন্দোলনে ভয় পেয়ে কর্মসূচির দিনই বারেবারে ডেকে পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তলব করেন বিচারপতি। তিনি বলেন,  'মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে লতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। কোম্পানির সদস্য এবং ডিরেক্টরদের খতিয়ান অসম্পূর্ণ। তদন্তভার নেওয়ার পরে ১৮ মাস হয়ে গেছে, ফলাফল দেখা যাচ্ছে না।'  

close