Kode Iklan atau kode lainnya

কবে প্রকাশ হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা, একযোগে মুখ খুললেন গৌতম পাল এবং ব্রাত্য বসু

গৌতম পাল ব্রাত্য বসু

নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে এবার মুখ খুললেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেলেই প্রাথমিকে নিয়োগ হবে বলে জানালেন তিনি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পাশে নিয়ে বললেন পর্ষদ সভাপতি।  রাজ্যে চলমান  প্রাথমিকে নিয়োগ (Primary Teacher Recruitment) আটকে কেন, বৃহস্পতিবার সেই বিষয়টি আরও একবার স্পষ্ট করলেন গৌতম পাল। 

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে গৌতমবাবু বলেন, ‘রাজ্য সরকার দ্রুত নিয়োগ করতে চাই। আইনি জটেই নিয়োগ আটকে রয়েছে। সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়া না পর্যন্ত প্রাথমিকে নতুন নিয়োগ সম্ভব নয়।’

পর্ষদ সভাপতি বলেন, ‘রাজ্য সরকার চাইছে চাকরি দিতে। সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আমি প্রতিদিন চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলছি। ২০১৪ সালের ব্যাচ বলছে, আমাদের চাকরি দিন। ২০১৭ সালের ব্যাচ বলছে, শুধু আমাদের দিন। দুই ব্যাচই একে অপরের বিরুদ্ধে কোর্টে চলে যাচ্ছে।’

একই সঙ্গে তিনি বলেন, ‘কেউই বোর্ডের বিরুদ্ধে মামলা করছে না। বোর্ডকে পার্টি করে মামলা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের ছাড়পত্র না পেলে আমরা প্যানেল প্রকাশ করতে পারছি না।’ পর্ষদ সভাপতির বক্তব্যকে সমর্থন করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ করব।’

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) ইতিমধ্যেই ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করেছে। পর্ষদ সূত্রের খবর, চূড়ান্ত ফলাফল নির্ণয়ের জন্য দ্রুত কাজ চলছে।  এরই মধ্যে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের জন্য কিছুটা পিছিয়ে পড়ছে ফলপ্রকাশ। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ উঠলেই ফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Educaiton), এমনটাই জানালেন পর্ষদ সভাপতি।  

close