Kode Iklan atau kode lainnya

SSC: আরও অপেক্ষা বাড়ল হবু শিক্ষকদের, শিক্ষক নিয়োগ মামলায় কি হল আজ? জেনেনিন

 SSC আপার প্রাইমারি

Upper  Primary Teacher Recruitment

নিউজ ডেস্ক আজ কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হল। দীর্ঘ নয় বছর ধরে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের (upper  primary teacher recruitment) শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। একদিকে স্কুল সার্ভিস কমিশনের গাছাড়া মনোভাব এবং অন্যদিকে আদালতের দীর্ঘসূত্রতা, পিছিয়েই যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। ইতিমধ্যেই মেধাতালিকা প্রকাশ করেছে এসএসসি। এবার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কিনা তাই নিয়ে নির্দেশ দেবে আদালত।

আজ এই নিয়ে শুনানি হল। আরও কিছুটা অপেক্ষা বাড়ল হবু শিক্ষকদের। এদিন বিষয়টি নিয়ে শুনানি চলে। তবে নিয়োগের ব্যাপারে নির্দেশ দেওয়া হল না। ফের শুনানির দিন দেওয়া হল। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলার পরবর্তী শুনানি ১৪ সেপ্টেম্বর

২০১৪ সাল থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া চলছে। ১৪ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে এই নিয়োগের ক্ষেত্রে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে এসএসসি বলেই দাবি  আধিকারিকদের। 

জানা যাচ্ছে, কাউন্সেলিং নিয়ে রাজ্যের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল ও স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুতানু পাত্র কিছুটা সময় চেয়েছেন নিয়োগ সম্পর্কিত বিষয়ে ওঠা সমস্যার উত্তর দেওয়া হবে ফলে আরও কিছুটা সময় লাগবে কাউন্সেলিং করতে এই অবস্থায় ১৪ সেপ্টেম্বর পরবর্তী তারিখ দেওয়া হল

close