Kode Iklan atau kode lainnya

SSC: সাত দিনের মধ্যে নবম-দশমের দুই প্রার্থীকে শিক্ষকপদে চাকরি দেওয়ার নির্দেশ, বড় অস্বস্থিতে এসএসসি

 SSC আপার প্রাইমারি

School Service Commission

নিউজ ডেস্ক: এবার নবম-দশমের দুই প্রার্থীকে শিক্ষকপদে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও দু’জন চাকরি পাননি বলেই অভিযোগ সামনে এসেছিল। ওই দুই চাকরিপ্রার্থী সালমা সুলতানা এবং রিক্তা চট্টোপাধ্যায়কে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এক সপ্তাহের মধ্যে দু’জনকেই সুপারিশ দিয়ে চাকরি দিতে হবে বলে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হল।

২০১৬ সালে এসএলএসটিতে নিয়োগের দাবিতে মামলা করেছিলেন সালমা সুলতানা। তাঁর দাবি, মেধাতালিকায় ২০৮ র‍্যাঙ্ক হওয়া সত্ত্বেও তিনি চাকরি পাননি। এরপর আদালত কমিশনকে কাউন্সেলিং করে চাকরি দেওয়ার নির্দেশ দেয়। সেইমতো কমিশন কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে। এসএলএসটি উত্তীর্ণ সালমা সুলতানা ইন্টারভিউ দেন। এরপর কাউন্সেলিং জন্য তাঁকে আজও ডাকা হয়নি বলেই অভিযোগ। অথচ তাঁর রোল নম্বরে সুপারিশ এবং নিয়োগপত্র দেওয়া হয়েছে। এসএমএসে যোগদানের কথাও বলা হয়। কী তা হল সম্ভব হল, এ বিষয়ে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট।

সেই রিপোর্ট দিয়ে কমিশন জানায়, সালমা ও রিক্তার মতো দু’শোরও বেশি উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের মধ্যে পঞ্চাশের বেশি শিক্ষককে নিয়োগপত্রের হার্ডকপিও কমিশন দিতে পারেনি। রাজ্যের তরফে জানানো হয়, ওই দুই চাকরিপ্রার্থীর আবেদন করা স্কুলে শূন্যপদ আছে। তারপরই বিচারপতি দু’জনকেই নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন।

কাউন্সেলিং ছাড়াই নবম-দশমে নিয়োগপত্র (Recruitment scam) দেওয়ার ঘটনায় অস্বস্তিতে পড়ে এসএসসি। কাউন্সেলিং ছাড়া ইংরেজি শিক্ষক পদে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। আজ বিচারপতি বিশ্বজিৎ বসু দুই প্রার্থীকে সাত দিনের মধ্যে নিয়োগের নির্দেশ দেন।

close