Kode Iklan atau kode lainnya

শিক্ষক নিয়োগ: দেওয়া হয়েছে নাম বাদ, করা হয়েছে নম্বর বিকৃতি! SSC-র কাছে রিপোর্ট তলব আদালতের

 SSC

নিউজ ডেস্ক: উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকায় অসঙ্গতি! স্কুল সার্ভিস কমিশনের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের পরেই গত সপ্তাহে মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তবে মেধা তালিকা প্রকাশ হওয়ার পরেই অসঙ্গতির অভিযোগ তুলে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। 

চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ, SSC-র মেধাতালিকা থেকে নাম বাদ দেওয়ার পাশাপাশি অনেক প্রার্থীর নাম বিকৃত করা হয়েছে। তাছাড়া, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রার্থীদের প্রাপ্ত নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ জানিয়ে তালিকা প্রকাশ হওয়ার পরে বেশ কয়েকজন প্রার্থী আদালতের দ্বারস্থ হন। আদালত রিপোর্ট তলব করল।

উল্লেখ্য, গত ১৬ অগস্ট উচ্চ প্রাথমিকে তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে পরবর্তী নির্দেশ ছাড়া নিয়োগ করা যাবে না বলেও কমিশনকে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনেই গত ২৩ অগস্ট মেধা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। 

উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে তালিকা প্রকাশের নির্দেশ দেন। কিন্তু তালিকা প্রকাশ হতেই অসঙ্গতি মিলেছে। আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে মামলাকারীদের লিখিত বক্তব্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে আগামী ১৩ সেপ্টেম্বর মধ্যে তার উত্তর দিতে বলা হয়েছে। ১৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, গত ১৬ অগস্ট উচ্চ প্রাথমিকে তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে পরবর্তী নির্দেশ ছাড়া নিয়োগ করা যাবে না বলেও কমিশনকে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনেই গত ২৩ অগস্ট মেধা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। 

close