Kode Iklan atau kode lainnya

৮২ vs ৮৩: প্রাথমিক TET নিয়ে কি হল আজ, জেনেনিন আপডেট

কলকাতা হাইকোর্ট

নিউজ ডেস্ক: প্রাথমিক টেট পাশ করা মামলা  ৮২ vs ৮৩ মামলার রায়দান আজ রিজার্ভ রাখা হল। এদিন রায় রিজার্ভ রাখল কলকাতা হাইকোর্ট। এর ফলে এখনও পর্যন্ত ৮২ পেয়ে টেট পাশ ভ্যালিডি থাকল।

সংরক্ষিত প্রার্থীদের টেট পাশ করতে ৮২ লাগবে না ৮৩ নম্বর লাগবে? এই নিয়েই চলছিল মামলা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৮২ নম্বরেই পাশ করানোর নির্দেশ দিয়েছিলেন। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান চাকরি প্রার্থীদের একাংশ। বিচারপতিরা ঐকমত্য না হওয়ায় মামলা যায় অন্য বেঞ্চে।

সংরক্ষিত চাকরি প্রার্থীদের প্রাথমিক টেট পাশ নম্বর ৮২ বনাম ৮৩ মামলার পরবর্তী শুনানির দিন ৩০ আগস্ট ধার্য করা হয়েছিল। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি হয়। রায়দান রিজার্ভ রাখা হল।

close