Kode Iklan atau kode lainnya

SSC’র প্রকাশিত তালিকায় রয়েছে তৃণমূল নেত্রীর মেয়ের নাম! ঘটনায় ব্যাপক শোরগোল এলাকাজুড়ে

Ssc

নিউজ ডেস্ক: এবার SSC’র গরমিলের তালিকায় রয়েছে তৃণমূল নেত্রীর মেয়ের নাম! ঘটনায় ব্যাপক শোরগোল বাগদায়। সুপ্রিম কোর্টের নির্দেশে ৯০৭ জন শিক্ষক-শিক্ষিকাদের নাম প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য সহকারী শিক্ষক পদে নিযুক্তদের মধ্যে যাঁরা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাঁদের যে তালিকা ২৬ জুলাই প্রকাশ করা হয়েছে তাতে বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুদেবী মণ্ডলের মেয়ে মৌসুমী মণ্ডলের নাম রয়েছে। তালিকার ৪১৯ নম্বরে নাম রয়েছে মৌসুমীর মণ্ডলের। 

তিনি গাড়াপোতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করেন। ভূগোল পড়ান। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সুদেবী মণ্ডল। তাঁর দাবি, “তালিকায় থাকা মৌসুমী আমার মেয়ে নয়। কারণ তালিকায় থাকা মৌসুমী নামের পাশে তাঁর বাবার নাম লেখা নেই। ওটা অন্য কোনও মৌসুমী হবে।” 

এই নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলে বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর অভিযোগ করেন, মৌসুমীর স্বামী ‘বাগদার রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডলের এজেন্ট হিসেবে কাজ করতেন। চন্দনকে টাকা দিয়েই মৌসুমী চাকরি পেয়েছিলেন বলে দাবি প্রাক্তন বিধায়কের। তাঁর কথায়, “চন্দন মণ্ডল জেলে থাকলেও তাঁর এজেন্টরা এখনও ঘুরে বেড়াচ্ছে ৷ তাঁদের গ্রেপ্তার করে জেলে ভরতে হবে। প্রকাশিত তালিকায় চন্দনের আশপাশের এলাকার আরও কয়েকজনের নাম রয়েছে। তাঁরা প্রত্যেকেই চন্দনের দ্বারা চাকরি পেয়েছে।”

মৌসুমী স্কুলে চাকরিরত সেই গাড়াপোতা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজকুমার বেপারী বলেন, “২০২১ সালে যখন ওই শিক্ষিকা অন্য স্কুল থেকে এসে আমাদের স্কুলে যোগদান করেছিলেন। তখন তাঁর রেকমন্ডেশন লেটারে যে রোল নম্বর ছিল আর এসএসসি থেকে প্রকাশিত তালিকায় যে রোল নম্বর রয়েছে তা একই। সেই নিরিখে বলা যায়, এই শিক্ষিকাই গরমিলের তালিকায় রয়েছেন।” 

এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “আইন আইনের পথে চলবে যদি কেউ দুর্নীতি করে তাঁর দায় তাঁকেই নিতে হবে।”

close