Kode Iklan atau kode lainnya

SSC নিয়োগের দাবিতে তুমুল বিক্ষোভ চাকরি প্রার্থীদের, হাত-পা ধরে টেনে প্রিজন ভ্যানে, গ্রেফতার বহু

 SSC

নিউজ ডেস্ক: যোগ্যরা আছেন রাস্তায়, অথচ অযোগ্যরা স্কুলে! স্কুল সার্ভিস কমিশনের নজিরবিহীন দুর্নীতি কাণ্ডে বঞ্চিত হয়েছেন বহু যোগ্য চাকরি প্রার্থী। ন্যায্য চাকরির দাবিতে আন্দোলন চালাচ্ছেন তারা। আজও বিক্ষোভ-আন্দোলন করলেন চাকরি প্রার্থীদের একাংশ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ বিধানসভার গেটে। ঘটনায় ৭৫ জনকে আটক করল পুলিশ

SSC চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিধানসভা চত্বর। ঠিক যে সময়ে মণিপুর ইস্যুতে বক্তব্য রাখছিলেন মমতা, সেই সময়েই বিধানসভার গেটের বাইরে হাজির হয়েছিলেন অন্তত শ’তিনেক চাকরিপ্রার্থী। গেটের বাইরে জড়ো হয়ে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায় যোগ্য চাকরি প্রার্থীদের। 

চাকরির দাবিতে কলকাতার রাজপথে প্রায় ৯০০ দিন ধরে ধর্নায় বসে রয়েছেন SSC-র বঞ্চিত চাকরি প্রার্থীরা। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা কখনও ধর্মতলায় প্রেস ক্লাবের সামনে, কখনও বা সেন্ট্রাল পার্কে, কখনও আবার ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করেই চলেছেন।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশন চলাকালীন মণিপুর নিয়ে বক্তব্য পেশ করেছিলেন। সেই সময়েই বিধানসভার গেটের বাইরে অন্তত ৩০০ জন এসএসসি চাকরিপ্রার্থী হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হাজির হয় বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে তাঁদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। পুলিশ টেনে হিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তুলতে শুরু করে। মহিলা চাকরিপ্রার্থীরা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদেরও হাত-পা ধরে টেনে প্রিজন ভ্যানে তোলা হয়। এখনও পর্যন্ত ৭৫ জনকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন যোগ্য চাকরি প্রার্থীরা। 

close