Kode Iklan atau kode lainnya

'শিক্ষকদের চোখের জল ফেলবেন না', বিরাট মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, আদানিকে স্কুল...

 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক: ‘আদানিকে স্কুল বেচে দিন...', শিক্ষকদের 'দুর্দশা' দেখে এমনই মন্তব্য করলেন ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  ইস্টার্ন কোলফিল্ডের অধীনে ঝাড়খণ্ডে ৯টি ও পশ্চিমবঙ্গে ৭টি বিদ্যালয় রয়েছে। এই স্কুলে কর্মরত শিক্ষকদের বেতন না পাওয়া নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে।

আজ সোমবার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলার শুনানি ছিল। মামলার শুনানি চলাকালীন ইস্টার্ন কোলফিল্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইস্টার্ন কোলফিল্ডের উদ্দেশে ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, 'দেশে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করা হচ্ছে আর শিক্ষকদের এই অবস্থা? কোনও সভ্য নাগরিক এটা সহ্য করতে পারে? স্কুল না চালাতে পারলে আদানিকে বেচে দিন।'

এরপর শিক্ষকদের বেতন বাবদ ৪ লাখ ৮০ হাজার টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'কলকাতা হাইকোর্টের রেজিস্টারের কাছে ৪ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে হবে। এই টাকা দিয়ে সব শিক্ষকদের ৫০০০ হাজার টাকা করে ৩ মাসের জন্য মোট ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। টাকা দিয়ে চাইলে স্কুল বন্ধ করে দিন। শিক্ষকদের চোখের জল ফেলবেন না।'

এই নিয়ে ইস্টার্ন কোলফিল্ডের আইনজীবী জানান এই শিক্ষকরা তাঁকে স্থায়ী কর্মী নন এবং জরিমানার টাকা দিতে তাদের সমস্যা হবে। জবাবে বিচারপতি বলেন, 'সমস্যা হলে হবে, কিছু করার নেই। শিক্ষকদের বেতন না দেওয়ার বিষয়ে আপনার খুবই বেপরোয়া।' এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হুঁশিয়ারিও দেন বিচারপতি।

https://www.wbssc.org.in/2023/07/dont-shed-tears-on-teachers-says.html

close