Kode Iklan atau kode lainnya

মুর্শিদাবাদ জেলা হাতছাড়া হতে পারে তৃণমূলের! কত আসন পেতে পারে বাম-কংগ্রেস-বিজেপি, দেখেনিন ভোট সমীক্ষা


নিউজ ডেস্ক: রাজ্যে ৮ই জুলাই পঞ্চায়েত ভোট। এই মুহূর্তে চলছে প্রচার। তবে এবারের ভোটে মুর্শিদাবাদে জোর লড়াইয়ের মুখে তৃণমূল। ত্রিস্তরীয় পঞ্চায়েতের সর্বোচ্চ জেলা পরিষদের ভোটে কোন দিকে ঝুঁকে মুর্শিদাবাদ? সি ভোটারের জনমত সমীক্ষা বলছে, মোট ৭৮ আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৩০ থেকে ৪০-র মতো আসন। সেক্ষেত্রে জেলা পরিষদ হাতছাড়া হতে পারে রাজ্যের শাসকদলের।

সি ভোটারের (C Voter) জনমত সমীক্ষা (Opinion Poll) অনুযায়ী, মুর্শিদাবাদের মোট ৭৮ আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৩০ থেকে ৪০-র মতো আসন। বাম-কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩৩-৪৩ টি আসন। বিজেপির ঝুলিতে পেতে পারে ২-৬টি আসন। 

এর আগে ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদ জেলা পরিষদের মোট আসন ছিল ৭০। তার মধ্যে ৬৯টি-ই পেয়েছিল তৃণমূল। একদা কংগ্রেস দুর্গ বলে পরিচিত মুর্শিদাবাদের জেলা পরিষদের মোটে ১টি আসন যায় হাতশিবিরের ঝুলিতে। তবে এটা ঠিক যে জনমত সমীক্ষা অনেক ক্ষেত্রেই মেলেনা। আখেরে কী হবে, তা জানা যাবে ১১ জুলাই। 

close