Kode Iklan atau kode lainnya

Big News: ৩০শে এপ্রিলের মধ্যে প্রাথমিকে টেট পাশ সার্টিফিকেট দেওয়া হবে, তীব্র তোপের মুখে পর্ষদ সভাপতি

গৌতম পাল

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। অবশেষে প্রাথমিকের টেট পাস সার্টিফিকেট দিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনটাই জানা যাচ্ছে।  প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এমনটাই জানা যাচ্ছে।

প্রাথমিক টেট সংক্রান্ত একটি মামলা ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানেই পর্ষদের তরফ থেকে এই বিষয়ে জানানো হয়। আগামী ৩০শে এপ্রিলের মধ্যে প্রাথমিকে টেট পাশ সার্টিফিকেট প্রদান করা হবে! আজ হাইকোর্টে জানালেন প্রাথমিক শিক্ষাপর্ষদের সভাপতি গৌতম পাল। 

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া। সেখানে ৩০ লাখ খরচ করে আইনজীবী ধরা যায়। অথচ টেট পাশ চাকরি প্রার্থীদের টেট পাশ সার্টিফিকেট দেওয়া যায়না। মানিক বাবুর ফেলে যাওয়া জুতো তে পা গলাবেন না।"

এদিন প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ। "মানিক বাবুর ফেলে যাওয়া জুতো তে পা গলাবেন না" এমনটাই বলেন বিচারপতি। আগামী ৩০শে এপ্রিলের মধ্যে ২০১৪ এর টেট সার্টিফিকেট দেওয়ার আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতি। 

close