Kode Iklan atau kode lainnya

প্রাথমিক শিক্ষক নিয়োগে কমছে অ্যাকাডেমিক স্কোরের গুরুত্ব, বাড়ছে টেট পরীক্ষার গুরুত্ব

প্রাথমিকের শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: প্রাথমিকের শিক্ষক নিয়োগে এবার বড় পরিবর্তন আনার চিন্তা ভাবনা শুরু হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের মতো প্রাথমিকের নিয়োগ বিধিতে পরিবর্তন আনা হতে পারে। শিক্ষাগত যোগ্যতায় অ্যাকাডেমিক স্কোরের গুরুত্ব কমতে চলেছে, সেই সঙ্গে বাড়ছে টেট পরীক্ষার গুরুত্ব। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই জানা যাচ্ছে। 

অ্যাকাডেমিক স্কোরের বিষয় নিয়ে ভাবনা চিন্তা অবশ্যম্ভাবী হয়ে পড়ছে, কারণ এখন  মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীরা যে হারে নম্বর পায়, তা কয়েক বছর আগেও পেত না। প্রশ্নের ধরন বদলানোয় নম্বর হু হু করে বেড়েছে। তাছাড়া করোনাকালে প্রথাগত পরীক্ষা নেওয়া যায়নি, কিন্তু বিভিন্ন বোর্ড এবং কাউন্সিল নম্বর দিয়েছিল অনেক বেশি। ফলে দেখা যাচ্ছে নিয়োগের ক্ষেত্রে পুরোনারা বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সুবিধা পাচ্ছেন নতুনরা। কেউ যাতে সুবিধা না পান বা অন্যরা বঞ্চিত না হন, সেটাই নিশ্চিত করতে চায় শিক্ষা দফতর। সেই কারণে অ্যাকাডেমিক স্কোরের গুরুত্ব কমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা শুরু হয়েছে।

এক্ষেত্রে জোর দেওয়া হবে টেট-এর নম্বরে। শিক্ষাকর্তারা মনে করছেন, টেট-এর মতো পরীক্ষায় ৫০-এর মধ্যে মাত্র পাঁচ নম্বর বরাদ্দ থাকা সঙ্গত নয়। তা বেড়ে ১৫ হতে পারে। সেক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোরের বরাদ্দ হবে পাঁচ নম্বর। যদিও, প্রাথমিক শিক্ষা পর্ষদ এব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বলেই জানা গেছে।  

close