Kode Iklan atau kode lainnya

এই শহিদ মিনার প্রাঙ্গণেই মৃত্যুবরণ করব! বিরাট মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কী বললেন?

নিউজ ডেস্ক: এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রবল চাপে রয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে বড় মন্তব্য করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতিতে আমার যোগসাজশ প্রমাণ করতে পারলে মৃত্যুবরণ করব, এমনই দাবি করলেন তিনি। বুধবার ধর্মতলার শহিদ মিনার ময়দানে ভিড়ে ঠাসা সমাবেশ থেকে এই  কথা বললেন তিনি

বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন,  ‘গত দু’বছরে ১৫১টি কেন্দ্রীয় টিম পাঠানো হয়েছে। তবে বিজেপিতে গেলে তাঁর ধারেকাছে ঘেঁষছে না ইডি, সিবিআই। নিশানায় থাকছে তৃণমূল ও দেশের অন্য বিরোধী দলগুলি। বিজেপি করলে এক আইন, আর তৃণমূল বা অন্য দলের ক্ষেত্রে আর এক আইন হবে কেন? নিয়োগ দুর্নীতির কিংপিন প্রসন্ন রায়ের ফ্ল্যাটে বিজেপি নেতা দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গিয়েছিল। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ হবে না কেন?’ 

তিনি আরও বলেন, ‘কয়লা-গোরু-নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার প্রমাণ দিতে পারলে এই শহিদ মিনার প্রাঙ্গণেই মৃত্যুবরণ করব। মাথা উঁচু করে বুক ঠুকে মানুষের কাছে যাবেন। তাঁদের বলবেন, দুর্নীতির অভিযোগ ওঠায় পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতার বিরুদ্ধে তৃণমূলই ব্যবস্থা নিয়েছে। কিন্তু হিমন্ত বিশ্বশর্মা, বিশ্বজিৎ কুন্ডু বা বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি বিজেপি।’ 

close