Kode Iklan atau kode lainnya

ভালো খবর প্রধান শিক্ষকদের জন্য, ফিক্সেশনাল বেনিফিট সুবিধার সঙ্গে অতিরিক্ত তিন শতাংশ হারে বর্ধিত বেতনের বিজ্ঞপ্তি

প্রধান শিক্ষক নিয়োগ
প্রতীকী চিত্র

নিউজ ডেস্ক: রাজ্যের হাইস্কুলের প্রধানশিক্ষকদের বেতনবৃদ্ধির কাঠামোয় ফিরল পুরোনো নিয়ম। বিজ্ঞপ্তি দিয়ে জানাল শিক্ষা দফতর।  ২০১৯ সালে রোপা কার্যকর হওয়ার পর বলা হয় কোনও শিক্ষক বা শিক্ষিকা যদি কোনও বিদ্যালয়ের প্রধানশিক্ষক পদে যোগ দেন তাহলে তিনি ‘ফিক্সেশনাল বেনিফিট’ বা স্থায়ী সুবিধার সঙ্গে অতিরিক্ত তিন শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন। 

এর আগে ২০২২ সালের মে মাসে শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তিতে জানায় প্রধানশিক্ষকেরা স্থায়ী সুবিধা পাবেন। কিন্তু তাঁরা অ্যাডিশনাল ইনক্রিমেন্ট বা অতিরিক্ত বেতনবৃদ্ধির সুযোগ পাবেন না। শিক্ষা দফতরের এমন সিদ্ধান্ত ঘোষণা করার তা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন প্রধানশিক্ষকরা। 

এক বছর পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আবার পুরনো নিয়ম চালু করার কথা ঘোষণা করেছে শিক্ষা দফতর। পুরনো নিয়ম অনুযায়ী, প্রধানশিক্ষকেরা এ বার অতিরিক্ত বেতনবৃদ্ধির সুযোগও পাবেন। শিক্ষা দফতরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থ দফতরের অনুমোদন ক্রমে আবারও প্রধানশিক্ষকদের অতিরিক্ত বেতনবৃদ্ধির সুযোগ দেওয়া হবে। 

close