Kode Iklan atau kode lainnya

ব্রেকিং: SSC-র ওয়েটিং লিস্টেও কারচুপি! OMR পরীক্ষা করতেই পর্দা ফাঁস, সামনে এল নয়া তথ্য

 

নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের বড় খবর সামনে এল। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি নিয়োগ নিয়ে এই খবর সামনে এল। ওয়েটিং প্রার্থীদের মধ্য থেকেও ভুয়ো প্রার্থীর খোঁজ মিলল। ওয়েটিং তালিকা থেকে প্রথম দফায় ১০০ জনের নিয়োগ করার কথা থাকলেও নিয়োগ করা যাচ্ছে মাত্র ৪০ জনের।

কেন ১০০ জনকে নিয়োগ করা গেল না? স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে ১০০ জনের মধ্যে ৬০ জনের OMR শিটে গরমিল রয়েছে। তাঁদের OMR শিটে প্রাপ্ত নম্বরের সঙ্গে সার্ভারে থাকা প্রাপ্ত নম্বরের পার্থক্য রয়েছে। ফলে কাউন্সেলিং-এ ডাকা যায়নি। কমিশন মনে করছে ওয়েটিং লিস্টেও দুর্নীতি করা হয়েছে। ওয়েটিং প্রার্থীদের OMR পরীক্ষা করেই এই বিষয় ধরা পড়ে। 

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার এসএসসি ৪০ জনের কাউন্সিলিংয়ের নোটিশ দিয়েছে। আদালতের রায়ের ভিত্তিতে এই নিয়োগ হবে। আগামী ২ মার্চ এই ৪০ জনের কাউন্সেলিং হবে। ডাক পাওয়া প্রার্থীরা ২৭ ফেব্রুয়ারি থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।


close