Kode Iklan atau kode lainnya

WBCS পরীক্ষা দিয়ে কোন কোন পদে চাকরি পাওয়া যায়? জেনেনিন গ্রুপ অনুযায়ী পদের নাম

 

নিউজ ডেস্ক: রাজ্যের চাকুরি প্রার্থীদের জন্য ভালো খবর। প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদস্থ কর্মচারী নিয়োগের প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করা হল ডাব্লুবিসিএসের তরফে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) অফিসিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে। https://wbpsc.gov.in ওয়েবসাইটে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করবেন। আজ আমরা WBCS অফিসারদের গ্রুপ হিসাবে পদ সম্পর্কে জানব। 

WBCS গ্রুপ এবং পদের নাম

এখন আমরা WBCS পরীক্ষা গ্রুপ এবং পোস্টের নাম সম্পর্কে জানব।  পরীক্ষাটি চারটি গ্রুপে বিভক্ত - A, B, C, এবং D। প্রার্থীরা তার পছন্দ অনুসারে এক বা একাধিক গ্রুপের জন্য আবেদন করতে পারেন।

গ্রুপ A, B, C, D অনুসারে পদের নাম 

গ্রুপ A পদে চাকরি

 পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ)

 সমন্বিত পশ্চিমবঙ্গ রাজস্ব পরিষেবার সহকারী রাজস্ব কমিশনার

 পশ্চিমবঙ্গ সমবায় পরিষেবা

 পশ্চিমবঙ্গ শ্রম পরিষেবা

 পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ পরিষেবা

 পশ্চিমবঙ্গ কর্মসংস্থান পরিষেবা [এমপ্লয়মেন্ট অফিসারের পদ ব্যতীত]

 গ্রুপ বি পদে চাকরি

 পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস

 গ্রুপ সি পদে চাকরি

 সুপারিনটেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম / ডেপুটি সুপারিনটেনডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম

 যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক

 উপ-সহকারী পরিচালক উপভোক্তা বিষয়ক ও সুষ্ঠু ব্যবসায়িক অনুশীলন

 পশ্চিমবঙ্গ জুনিয়র সমাজকল্যাণ পরিষেবা

 পশ্চিমবঙ্গ অধস্তন ভূমি রাজস্ব পরিষেবা, গ্রেড-১

 সহকারী বাণিজ্যিক কর কর্মকর্তা 

 জয়েন্ট রেজিস্ট্রার (পশ্চিমবঙ্গ রাজ্য ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন ভোক্তা বিষয়ক বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে)

 সহকারী খাল রাজস্ব কর্মকর্তা (সেচ)

 সংশোধনমূলক পরিষেবার প্রধান নিয়ন্ত্রক

গ্রুপ ডি পদে চাকরি

 সমবায় সমিতির পরিদর্শক

 পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধীনে পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক

 শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিভাগের অধীনে পুনর্বাসন কর্মকর্তা

WBCS পরীক্ষা গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২১শে মার্চ, ২০২৩ মধ্যরাত ১২-০০ পর্যন্ত।

অফলাইনের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২২শে মার্চ ২০২৩।

এডিট উইন্ডো খোলা হবে: ৩১লা মার্চ, ২০২৩ থেকে ৬ই এপ্রিল, ২০২৩।

close