Kode Iklan atau kode lainnya

ডিএলএড (DELED) এর পরীক্ষা স্থগিত বলে বিজ্ঞপ্তি দিল পর্ষদ, জেনেনিন বিস্তারিত

ডিএলএড-এর পরীক্ষা

নিউজ ডেস্ক: স্থগিত হয়ে গেল ডিএলএড-এর পরীক্ষা। অনিবার্য কারণ বসত এই পরীক্ষা স্থগিত করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। সেখানেই এই বিষয় নিয়ে বলা হয়েছে।

আগামী ৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল DELED এর পার্ট-১ এর পরীক্ষা। তবে সেই পরীক্ষা আপাতত স্থগিত করল পর্ষদ। কিন্তু কী কারণে এই পরীক্ষা স্থগিত করা হল সেই নিয়ে কিছু বলা হয়নি।

তবে মনে করা হচ্ছে অফলাইনে ভর্তি হওয়া প্রার্থীদের বিষয়ে চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। DELED কোর্সে ভর্তি সাধারণত অনলাইন প্রক্রিয়ায় নেওয়া হয়। তবে নিয়ম বহির্ভূত ভাবে প্রায় ৪২ হাজার প্রার্থী এই কোর্সে ভর্তি হয়েছেন বলে জানা যাচ্ছে। তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সময়ে এই ভর্তি নেওয়া হয়।

যদিও পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল এই সমস্ত প্রার্থীদের দায় ঝেড়ে ফেলতে চান। এরপরেই মামলা করেন বেশকিছু প্রার্থী। সেই মামলা এখনও চলছে কলকাতা হাইকোর্টে। এরই মধ্যে পরীক্ষা স্থগিত বলে বিজ্ঞপ্তি দিল পর্ষদ। একই সঙ্গে জানানো হয়েছে, শীঘ্রই এই পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হবে। 

close