Kode Iklan atau kode lainnya

৪৯ হাজার ২৬৫ জনে ফেল করেছেন ৪৪ হাজার ৪৮২ জন, ফেলের রেকর্ড গড়ল এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

নিউজ ডেস্ক: করোনার কারণে নেওয়া হচ্ছিল অনলাইন পরীক্ষা, এবার অফলাইন পরীক্ষা হতেই বিপর্যয় নেমে এল। অনলাইন ‘অফলাইন’ হতেই ‘বেলাইন’ পড়ুয়ারা! ফেলের রেকর্ড গড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

করোনাএ আশঙ্কা দূর হতে এবার ফিরতে হয়েছে অফলাইনে। শিক্ষকদের সামনেই পরীক্ষা দিতে হয়েছে। এতেই শেষ জারিজুরি। ফেলের সংখ্যা দেখে রীতিমত অবাক শিক্ষকরা। দেখা যাচ্ছে দুই সেমেস্টার মিলেয়ে ফেলের সংখ্যা ৪৫ হাজার ছুঁইছুঁই। তৃতীয় সেমে পাস কোর্সে ফেল করছেন প্রায় ২৬ হাজার পরীক্ষার্থী। পরীক্ষা দিয়েছিলেন ২৮ হাজার জন। পঞ্চম সেমেস্টারের অবস্থাও এক। সেখানে ২০ হাজার পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছেন ১৮ হাজার জন। 

তৃতীয় ও পঞ্চম এই দু’টি সেমেস্টার মিলিয়ে ৪৯ হাজার ২৬৫ জনে ফেল করেছেন ৪৪ হাজার ৪৮২ জন। তৃতীয় সেমেস্টারে বি এ পাসকোর্সে ২৮ হাজার ৩৭৪ জনের মধ্যে ফেল করেছেন ২৬ হাজার ৩২৮ জন। পাশ করেছেন মাত্র ২ হাজার ৪৬ জন। পঞ্চম সেমেস্টারে বিএ পাসকোর্সে ২০ হাজার ৮৯১ জনে ফেল করেছেন ১৮ হাজার ১৫৪ জন। পাশ করেছে মাত্র ২ হাজার ৭৩৭ জন।

বি এ তৃতীয় সেমেস্টারে মাত্র ৭৬৩ ছাত্র ও ১ হাজার ২৮৩ ছাত্রী পাশ করেছেন। মোট ফেল করা ছাত্র সংখ্যা ১১ হাজার ৩৩৬ জন, এবং ছাত্রীর সংখ্যা ১৪ হাজার ৯৯২ জন। বিএ পঞ্চম সেমেস্টারে মাত্র ১ হাজার ৩৩ ছাত্র ও ১ হাজার ৭০৪ ছাত্রী পাশ করেছে। ফেল করা ছাত্রের সংখ্যা ৭ হাজার ৯৩৪, ফেল করা ছাত্রীর সংখ্যা ১০ হাজার ২২০ জন। এক কথায় ফেলের নজির গড়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। অথচ করোনাকালে রেকর্ড বলছে সেই সময় ১০০ শতাংশ পড়ুয়াই পাশ করেছিলেন। 

close