Kode Iklan atau kode lainnya

'সত্যতা প্রকাশ হোক, সত্যতার ভিত্তিতে খবর হোক’, দুর্নীতি নিয়ে বিরাট মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন জেলে থেকে তিনি একরকম অসুস্থ হয়ে পড়ছেন! তাই আর দেরি নয়, সত্যিটা সামনে আসুক, নিয়োগ দুর্নীতি তদন্তে দ্রুত এসপার-ওসপার চাইছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

আইনজীবী সুকন্যা ভট্টাচার্যের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি দোষী হলে দোষী, নির্দোষ হলে তার প্রমাণ হোক। কিন্তু মিডিয়া ট্রায়াল বন্ধ হোক। সত্যিটা সকলের সামনে আসুক। মঙ্গলবার ইডির মামলা থেকে অব্যাহতি এবং জামিনের মামলার শুনানি ছিল ছিল ব্যাঙ্কশাল আদালতে। তার পরেই এই কথা জজানান পার্থের আইনজীবী।  

সুকন্যা ভট্টাচার্য বলেন, ‘‘ডিসচার্জ পিটিশনের শুনানি ছিল। জামিনের আবেদনও করেছিলাম। তারও শুনানি ছিল। দু’টিরই শুনানি হবে ১৪ ফেব্রুয়ারি। আমাদের একটা জবাব দেওয়ার ছিল। সেটা দিতে দেরি হয়েছে কারণ, ইডির দু’সপ্তাহ আগে ডিসচার্জ পিটিশনের অবজেকশন জমা দেওয়ার কথা ছিল। সেটা ওঁদের দেরি হয়েছে। আমরা মেনে নিয়েছি। আমরা অন্তর্বর্তী জামিনের আবেদন করেছি।’’

তিনি আরও বলেন, ‘‘পার্থ চাইছেন, বিষয়টির সত্যতা প্রকাশ হোক, উনি দোষী হলে দোষী, না হলে তা-ও প্রমাণ হোক। যাতে মিডিয়া ট্রায়াল না হয়, সেটা দেখা হোক। সত্যি খবরটা প্রকাশ করা হোক। সত্যতার ভিত্তিতে খবর হোক। সত্যতা অবশ্যই তদন্ত করে বার করুন। বিচারব্যবস্থা, সংবাদমাধ্যমের উপর আমাদের আস্থা রয়েছে। উনি চাইছেন, সত্যি খবরটা প্রকাশিত হোক।’’

close