Kode Iklan atau kode lainnya

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে জমা দাও, SSC-TET কাণ্ডে শুভেন্দুকে বিরাট চ্যালেঞ্জ অভিষেকের

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা রাজ্য। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তার পাল্টা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'স্ক্যামে ৩ হাজার কোটি টাকা উঠেছে। ২ হাজার কোটি টাকা ভাইপো নিয়েছে।'

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, 'ওনাকে ধরা উচিত। উনি সব জানেন। ওনার কাছে যদি কোনওরকম কোনও তথ্য থাকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গিয়ে জমা দাও। কে বারণ করছে!'

শনিবার অভিষেক আরও বলেন, 'আমি বলছি, এই এসএসসি সম্পর্কে যা ওনার বক্তব্য় বা তদন্তে যদি এতটুকু প্রমাণ থাকে, এতটুকু, দশ পয়সার লেনদেন। গরু-কয়লা-এসএসসি, আমার পিছনে ইডি-সিবিআই (CBI) লাগাতে হবে না। আমি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্য়ুবরণ করব। একই কথা বলে গেলাম।' 

এরপর পাল্টা শুভেন্দু বলেন, 'আমি ভাইপোকে তিনটে প্রশ্ন করতে চাই। রুজিরা নারুলার অ্য়াকাউন্ট ব্য়াঙ্ককে আছে, সেখানে কয়লার টাকা ভাটের মাধ্য়মে গিয়েছে, রুজিরা কে হয়? দ্বিতীয় প্রশ্ন, মেনকা গম্ভীর, যাকে ইডি একাধিকবার ডেকেছে, তিনি প্রাথমিকভাবে অভিযুক্ত, তার সঙ্গে কী সম্পর্ক? লিপস অ্য়ান্ড বাউন্সের ২০১৪ অবধি ডিরেক্টর কে ছিল?'

অভিষেক বলেছেন, ‘শুভেন্দু অধিকারীর ক্ষমতা আছে বিনয় মিশ্রর সঙ্গে কথা বলেননি, সেকথা বলার? শুভেন্দু অধিকারী বুক ঠুকে দায়িত্ব নিয়ে বলুক, তিনি যদি বিনয় মিশ্রর সঙ্গে কথা বলে থাকেন এবং যদি কেউ প্রমাণ দিতে পারেন, তাহলে তিনি মৃত্যুবরণ করবেন। একবার নয়, দুইবার কথা বলেছেন। যখন ক্লিপ প্রকাশ হবে, দুটি ক্লিপ প্রকাশ হবে।’ 

close