Kode Iklan atau kode lainnya

রীতিমতো এজেন্ট নিয়োগ করে শিক্ষকপদে চাকরি বিক্রি হয়েছে, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

নিউজ ডেস্ক: রীতিমতো এজেন্ট নিয়োগ করে চলেছে চাকরি বিক্রির কারবার চলেছে। ED-র কাছে কবুল করলেন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ জেরার মুখে কুন্তল জানান, চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের যোগাযোগ রাখতে এজেন্ট নিয়োগ করেছিলেন তিনি৷ 

তাঁর দাবি এই এজেন্টদের মাধ্যমেই টাকা পয়সার লেনদেন হত। কুন্তলের কাছ থেকে এহেন তথ্য পাওয়ার পর একটা বিষয় স্পষ্ট যে, রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল নিয়োগ দুর্নীতি। 

ইডি সূত্রে খবর, এতদিন তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছিলেন মূলত ২টি শ্রেণির মাধ্যমে নিয়োগ দুর্নীতি হয়েছে। কোথাও আবার মিডিলম্যান বা সুপারিশকারীদের মাধ্যমে দুর্নীতি হয়েছে। কিন্তু, এই দুর্নীতির কারবারে যে এজেন্টরাও জড়িত ছিলেন, সে ব্যাপারে অন্ধকারে ছিলেন তাঁরা। কুন্তলকে জেরা করে উঠে এল এই গুরুত্বপূর্ণ তথ্য৷ জেরায় কুন্তল জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের সংখ্যা বেড়ে যাওয়ায় তাঁর একার পক্ষে সকলের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছিল না৷ ফলে বিভিন্ন পদে চাকরির জন্য আলাদা আলাদা এজেন্ট নিয়োগ করেন কুন্তল। তাঁরাই চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের যোগাযোগ রক্ষা করতেন৷ 

কুন্তল জানিয়েছেন, 'কবে কোথায় হাজিরা দিতে হবে, কার কাছে কোন নথি জমা দিতে হবে, কোন নথি সংগ্রহ করতে হবে, সেই সব বিষয়ে ফোনে চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এই এজেন্টরা। পাশাপাশি নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার আগে টাকার অঙ্ক বুঝে নেওয়ার দায়িত্বও ছিল তাঁদের উপর।’’ 

close