Kode Iklan atau kode lainnya

শিক্ষক নিয়োগ তালিকাতে নাম উধাও সেই ২৬৮ জন শিক্ষকের, উষ্মা প্রকাশ বিচারপতির, সুপ্রিম কোর্টে জানানো হবে

নিউজ ডেস্ক: প্রাথমিকের শিক্ষক নিয়োগ তালিকাতে নাম উধাও সেই ২৬৮ জন শিক্ষকের। কলকাতা হাইকোর্টে নির্দেশ মত টেট-২০১৪  এর মাধ্যমে শিক্ষক পদে যোগ দেওয়া প্রার্থীদের নম্বর সহ তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

র আগে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে ওই ২৬৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই প্রার্থীদের কয়েকজন বিচারপতির নির্দেশের বিরুদ্ধে সু্প্রিম কোর্টে আপিল করেন। শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়। সুপ্রিম কোর্ট বলে, হাইকোর্টকে আবেদনকারীদের বক্তব্য শুনতে হবে। শীর্ষ আদালতের নির্দেশের পরই শিক্ষা দফতর ওই ২৬৮ জনের মধ্যে অনেককে স্কুলে যোগ দিতে বলে। তা নিয়েও আদালতে মামলা হয়েছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদ সোমবার নিয়োগের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতেও ওই ২৬৮ জনের নাম নেই। টেট উত্তীর্ণদের তালিকাতেও তাঁদের নাম ছিল না। তা নিয়েই শুরুতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছিলেন। নিয়োগ তালিকায় নাম না থাকা নিয়ে মামলাকারীদের আইনজীবী জানান, বিষয়টি সুপ্রিম কোর্টের গোচরে আনা হবে। আইনজ্ঞ মহল মনে করছে, ফের সুপ্রিম কোর্টে অস্বস্তিতে পড়তে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। 

 

close