Kode Iklan atau kode lainnya

‘২৪ ঘণ্টার মধ্যে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ’, এসএসসিকে বিরাট নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক: এবার ১৮৩ জন শিক্ষককে নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নবম-দশমে চাকরির জন্য ১৮৩টি বেআইনি সুপারিশ হয়েছে বলে দাবি করেছে এসএসসি। সেই নিয়েই বড় নির্দেশ দিলেন বিচারপতি।  

রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণিতে নিয়োগের ক্ষেত্রে অন্তত ১৮৩টি বেআইনি সুপারিশ এসেছিল বলে কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি করেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। অবিলম্বে বেআইনি সুবিধাভোগীদের নাম প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ঠিক কী ধরনের অনিয়ম হয়েছিল, তা জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ জবাবে কমিশনের আইনজীবী আদালতকে জানান, তাঁদের কাছে মূলত 'ব়্য়াংক জাম্প' করার সুপারিশ এসেছিল। এর অর্থ হল, মেধাতালিকায় উপরে থাকা যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে তাঁর নিচে থাকা প্রার্থীকে চাকরি দিয়েছে কমিশন।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘‘দুর্নীতি রোধ করার পরিবর্তে হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চাইতে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। এটা আশ্চর্যজনক। অথচ তাদের উচিত ছিল দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে এসে আদালতকে সাহায্য করা।’’

এই প্রসঙ্গে কঠোর অবস্থান নিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তাঁর নির্দেশ আগামী ২৪ ঘণ্টার (১ ডিসেম্বর, ২০২২) মধ্যেই সংশ্লিষ্ট ১৮৩টি বেআইনি সুপারিশের ভিত্তিতে চাকরি পাওয়া প্রার্থীদের নাম এসএসসিকে তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে৷ পরদিন, অর্থাৎ আগামী ২ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমেও এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তাদের৷ 

close