Kode Iklan atau kode lainnya

প্রাথমিকের টেট বা নিয়োগে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ, এবার সরাসরি অভিযোগ জানানো যাবে পর্ষদের ওয়েবসাইটে

প্রাথমিকের টেট বা নিয়োগে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ, এবার সরাসরি অভিযোগ জানানো যাবে পর্ষদের ওয়েবসাইটে

নিউজ ডেস্ক: টেটে পরীক্ষায় অস্বচ্ছতা দূর করতে বড় পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। এবার সরাসরি অভিযোগ জানানো যাবে পর্ষদের ওয়েবসাইটে। ২০১৭ সালে টেট পরীক্ষার দ্বিতীয় তালিকাকে বেআইনি ঘোষণা করেছে হাইকোর্ট। নিয়োগে স্বচ্ছতা আনতে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য।

অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হল, তাও জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটেই।  মঙ্গলবার থেকে চালু হচ্ছে এই ব্যবস্থা। সূত্রের খবর তেমনই।

টেট নিয়ে যদি অভিযোগ থাকে? সেক্ষেত্রে পর্ষদে ওয়েবসাইটে জানাতে পারবেন কর্মপ্রার্থীরা। এর আগে, এমন কোনও ব্যবস্থা ছিল না। ফলে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে তুলে আদালতে চলে যাচ্ছিলেন কর্মপ্রার্থীরা। এবার  পর্ষদকে প্রথমে অভিযোগ জানানো হবে।

প্রাথমিকের টেট বা নিয়োগ সম্পর্কিত কোনো অভিযোগ, কোনো বেনিয়ম সম্পর্কে অভিযোগ জানানোর জন্য প্রাইমারি পর্ষদের ওয়েবসাইটে grivence link আসতে চলেছে। সেখানেই অভিযোগ করতে পারবেন TET উত্তীর্ণরা। আগামী দিনেও যারা TET পাশ করবেন তাদের জন্যও এটা খোলা থাকবে। এই লিঙ্কটি WBBPE র ওয়েবসাইটে থাকবে।।

নিয়োগ সম্পর্কিত বা নিয়োগে বেনিয়ম সম্পর্কিত সব রকমের অভিযোগ জানানো যাবে। সাথে সাথে অভিযোগ খতিয়ে দেখে তার ফলাফল অর্থাৎ পর্ষদ কি ব্যবস্থা নিলো তাও ওই পোর্টালে জানিয়ে দেবে পর্ষদ।

দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতি গৌতম পাল ঘোষণা করেছেন, 'এবার থেকে প্রতিবছর টেট হবে। নির্দিষ্ট সময়ে টেট হবে। মেরিট লিস্ট বেরোবে'। বলেছেন, 'আমি কথা দিচ্ছি, কোনও অভিযোগ থাকবে না'।  এবার কাজ শুরু করে দিলেন পর্ষদ সভাপতি। 

close