Kode Iklan atau kode lainnya

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য

নিউজ ডেস্ক: তাঁর নামে লুকআউট নোটিস জারি করা হয়েছে। সিবিআইয়ের খাতায় কলমে তিনি এখন বেপাত্তা। তবে দিব্বি ঘুরে বেড়াচ্ছেন তিনি। মঙ্গলবার আবার সশরীরে বিধানসভায় হাজির হলেন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য।

তবে নিয়োগ সংক্রান্ত কোনও প্রশ্ন করলেই উত্তর দিতে অপরাগ তিনি। বলছেন বিচারাধীন বিষয়ে মন্তব্য করবেন না। কেন তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ? প্রশ্ন শুনেই মানিক ভট্টাচার্য বলেন, ''যে প্রশ্নের উত্তর আপনার কাছে আছে তা আমাকে জিজ্ঞাসা করবেন না। তদন্তাধীন বিষয়ে মন্তব্য করব না।''

তিনটি স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বৈঠকে যোগ দিতে এসেছিলেন বলে বিধানসভার বাইরে বেরিয়ে সাংবাদিকদদের জানান প্রাক্তন পর্ষদ সভাপতি। মানিক ভট্টাচার্য বলেন, ''উচ্চ শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বৈঠকে যোগ দিতে এসেছিলাম।'' কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''বিচারাধীন বিষয় নিয়ে কোনও কথা বলব না। তবে যেখানে যেখানে আমরা হাজিরা দেওয়ার কথা আমি যাব এবং পূর্ণ সহযোগিতা করব। আমি আমার দায়িত্ব পালন করেছি।''

পাশাপাশি, তিনি বলেন, ''২০১১ সাল থেকে পর্ষদ সভাপতি হওয়ার পর রাজ্য সরকার আমাকে নিরাপত্তা দিয়েছিল। হিসেব মতো আমি সেই পদে আর না থাকায় সেই নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। আমার কোনওরকম নিরাপত্তার অভাব বোধ হচ্ছে না। যদি হয় তো আমি জানাব। এ নিয়ে অযথা জল ঘোলা করবেন না।''

প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় অনিয়মের অভিযোগ ওঠে প্রাক্তন পর্ষদ সভাপতি তথা পলাশীপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের। ইতিমধ্যে বেশ কয়েকবার কলকাতায় ED গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন তিনি। 

close