Kode Iklan atau kode lainnya

১ সেপ্টেম্বর ১২টার পর স্কুলবন্ধ! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও নির্দেশিকা নেই, ধন্দে পড়েছে স্কুলগুলি

১ সেপ্টেম্বর ১২টার পর স্কুলবন্ধ! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও নির্দেশিকা নেই, ধন্দে পড়েছে স্কুলগুলি

নিউজ ডেস্ক: রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয়া মুখ্যমন্ত্রী গত ২২ আগস্ট সংবাদমাধ্যমে ঘোষণা করেছিলেন আগামী ১সেপ্টেম্বর রাজ্যের বিদ্যালয়গুলি দুপুর ১২টার পর বন্ধ থাকবে। যদিও বলা হয় এই পদযাত্রা মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। এদিকে রাজ্যের অধিকাংশ স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত দ্বিতীয় অভীক্ষার মূল্যায়ন চলছে।

এমত পরিস্থিতিতে-

♦️ওইদিন কতক্ষণ স্কুল হবে?

♦️পরীক্ষা নেওয়া যাবে কিনা? 

♦️পরীক্ষা না থাকলে অন্যান্য ক্লাসের পঠন-পাঠন প্রতিদিনের মত চলবে কিনা? 

এসব বিষয়ে কোনো বিভাগীয় নির্দেশিকা না থাকায় ধন্দে পড়েছে স্কুলগুলি। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষনার পরই ইতিমধ্যে অনেক স্কুলই এদিনের পরীক্ষা বাতিল করেছে।

এই বিষয়ে STEA এর বিশিষ্ট নেতা দক্ষিণ ২৪ জেলার সম্পাদক অনিমেষ হালদার তাঁর ফেসবুক পেজ ওয়ালে লেখেন, “রাজ্যের প্রশাসনিক প্রধানের ঘোষণা অমান্য করে স্বাভাবিকভাবে স্কুল চালানো অনুচিত বলে গণ্য হওয়ারই কথা। যদিও হয়তো দেখা যাবে অন্যান্যবারের মতো শেষ মুহূর্তে রাত দুপুরে কোন নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করা হবে! সুতরাং এমত পরিস্থিতিতে আজ এখনই শিক্ষাদপ্তরের বিভাগীয় সুনির্দিষ্ট নির্দেশিকা প্রকাশ করার দাবি জানাচ্ছি।"

close