Kode Iklan atau kode lainnya

“উনি যেন একাই মানুষের পক্ষে, বাকিরা মানুষের বিপক্ষে”, প্রধান বিচারপতির কাছে আইনজীবী অরুণাভ ঘোষের নালিশ

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অরুণাভ ঘোষ

নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টে বেনজির কান্ড! ‘তালিকা অনুযায়ী শুনানি হচ্ছে না একটি বেঞ্চে!’ প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানালেন আইনজীবী অরুণাভ ঘোষ। সোমবার প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে আইনজীবী অরুণাভ ঘোষের অভিযোগ, সব মামলাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে না।

নির্দিষ্ট একটি বেঞ্চের বিচার্য বিষয়ে বদল চেয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দ্বারস্থ হলেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ। সোমবার প্রায় শতাধিক আইনজীবীকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতির কাছে তিনি নালিশ করেন, ‘‘নির্দিষ্ট একটি বেঞ্চ মামলার তালিকা অনুযায়ী শুনানি করছে না। অনেক মামলা শুনানির জন্য উঠছেই না, পড়ে রয়েছে। শুধু কয়েকটি মামলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।’’ 

সোমবার প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে অরুণাভর অভিযোগ, ‘‘সব মামলাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে না। কয়েকটি মামলায় উনি (বিচারপতি গঙ্গোপাধ্যায়) এমন নির্দেশ দিচ্ছেন, যেন তিনি একাই মানুষের পক্ষে। বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে।’’ 

বার অ্যাসোসিয়েশনের সভাপতির আরও বক্তব্য, ‘‘আদালতের মধ্যে ভিডিয়োগ্রাফি হচ্ছে। এখনই সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’’ বিষয়টি নিয়ে এখনই কোনও অবস্থান নেননি প্রধান বিচারপতি। তিনি শুধু মন্তব্য করেন, ‘‘আদালতের গরিমা রক্ষার দায় আইনজীবী এবং বিচারপতি, উভয়েরই। আপনারা ধৈর্য রাখুন। বিষয়টি বিবেচনা করছি।’

সম্প্রতি অনুব্রত মণ্ডলের পরিবারের সদস্যদের টেট পাশ না করে চাকরি পাওয়ার অভিযোগে আদালতে অতিরিক্ত হলফনামা পেশ করে মামলাকারীরা। সেই হলফনামার ভিত্তিতে পরদিনই অভিযুক্তদের আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাজিরার দিন কেষ্ট মণ্ডলের আত্মীয়দের হয়ে সওয়াল করেন অরুণাভ ঘোষ। এর পর বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, অতিরিক্ত হলফনামা গ্রহণযোগ্য নয়। আলাদা মামলা করতে হবে। ফলে আদালতে এসেও হাজিরা দিতে হয়নি অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলসহ অন্য আত্মীয়দের। সেদিনও বিচারপতির সঙ্গে অরুণাভবাবুর উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

close