Kode Iklan atau kode lainnya

টেট শংসাপত্রের মেয়াদ জীবনভর, শিক্ষক পদে আবেদনের জন্য বসতে হবে না নতুন টেটে, জানুন বিস্তারিত

 

নিউজ ডেস্ক: আদালতের নির্দেশ মেনে ২০১৪ সালে টেট (টিচার এলজিবিলিটি টেস্ট) উত্তীর্ণদের শংসাপত্র দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট সার্টিফিকেট পাওয়ার জন্য সোমবার থেকে অনলাইনে তথ্য জমা নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবারই বিজ্ঞপ্তি জারি করে এই পদ্ধতি শুরু হওয়ার কথা জানিয়েছে তারা। কীভাবে এই তথ্য আপলোড করতে হবে, সেই গাইডলাইনও নিজস্ব ওয়েবসাইটে তুলে দিয়েছে পর্ষদ। 

একনজরে জেনেনিন গুরুত্বপূর্ণ তথ্য-

●চলতি বছর ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে কলকাতা হাইকোর্ট এই শংসাপত্র দেওয়ার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আদালতের নির্দেশেই এই শংসাপত্র দেওয়া হচ্ছে।

●৩০ মে থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। পর্ষদের পোর্টালেই ১৩ জুন পর্যন্ত জমা নেওয়া হবে। 

●আবেদন করার জন্য আবেদনকারীর Enrolment Number প্রয়োজন পড়বে।

● যাঁরা ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি পেয়ে গিয়েছেন, তাঁদের আর তথ্য পোর্টালে আপলোড করতে হবে না। 

● শংসাপত্র পাওয়ার আবেদনের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হল। বিজ্ঞপ্তির সঙ্গে দুটি লিঙ্ক দেওয়া হয়েছে। যেখানে ক্লিক করলেই শংসাপত্র আবেদন করতে হবে।

●এই সার্টিফিকেটের বৈধতা জীবনভর। সার্টিফিকেট থাকলে চাকরি প্রার্থীদের আর নতুন করে প্রাথমিকের টেট পরীক্ষা দিতে হবে না। 

●এর আগে টেট উত্তীর্ণ হলে, তার শংসাপত্রের মেয়াদ ছিল পাঁচ বছর। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই সময়সীমা তুলে দেওয়ায় টেট পরীক্ষায় উত্তীর্ণদের সুবিধা হয়েছে। 

●পর্ষদের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে, না হলে আপনি টেট সার্টিফিকেট পাবেন না। সেক্ষেত্রে ভবিষ্যতে আপনাকে পস্তাতে হতে পারে। 

close