Kode Iklan atau kode lainnya

এসএসসি দুর্নীতির বিরুদ্ধে, দোষীদের শাস্তির দাবিতে "মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (STEA)"র সভা

 

বারুইপুর,৩০/৫/২২: সম্প্রতি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের চূড়ান্ত দুর্নীতির বিরুদ্ধে এবং দুর্নীতির সঙ্গে যুক্ত মন্ত্রী ও আধিকারিকদের শাস্তি, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী নয়- বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে শিক্ষাবিদদের বসানোর দাবিতে এবং জেলা ডিআই অফিসে শিক্ষক হয়রানির বিরুদ্ধে,অবিলম্বে শূন্য পদে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগসহ নানান দাবিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা সভা অনুষ্ঠিত হয়। 

এই সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মিত্র, কোষাধ্যক্ষ অরুণ চ্যাটার্জী, রাজ্য নেতৃত্ব শম্ভু মান্না, জেলা সভাপতি পঞ্চানন ময়রা, জেলা সম্পাদক অনিমেষ হালদার প্রমুখ। 

জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, "নিয়োগ দুর্নীতির সাথে ব্যক্তিদের শাস্তি, বঞ্চিতদের অগ্রাধিকারের ভিত্তিতে স্বচ্ছভাবে শূন্যপদে নিয়োগ, শিক্ষক-শিক্ষাকর্মীদের পেশাগত কাজে DI অফিসের স্বচ্ছতা সহ বিভিন্ন দাবিতে আগামী ৯ জুন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন এবং বছরের শেষে ডিসেম্বর মাসে জেলার ডায়মন্ডহারবার শহরে ৫২তম বর্ষে সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, এই বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।"

close