Kode Iklan atau kode lainnya

সাত দশমিক ঊন-আশি নয়! মমতাকে নিশানা করে চন্দ্রিমাকে অর্ধ শিক্ষিত বলে তোপ শুভেন্দুর

নিউজ ডেস্ক: ফের একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্য সরকার৷ এবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ করলেন তিনি। দু’টি টুইট করে মন্ত্রী পরিষদের এই সদস্যকে সরাসরি অর্ধ শিক্ষিত বলে কটাক্ষ করলেন। নাম না করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

সোমবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি সাংবাদিক বৈঠক করেন৷ সেখানে কিছু সংখ্যাতত্ত্বের উল্লেখ ছিল৷ আর তা নিয়েই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। 

টুইটে শুভেন্দু লিখেছেন, ‘‘রাজ্যের অর্থমন্ত্রী বলছেন কি না ‘সাত দশমিক ঊন-আশি শতাংশ’!’’ এর পরই বিরোধী দলনেতার সংযোজন, ‘‘ছোটবেলায় শিখেছি, দশমিকের পরবর্তী (ডান দিকের) সংখ্যাকে আলাদা করে বলা হয়ে থাকে। তাই সাত দশমিক সাত নয় শতাংশ বলতে হয়।’’

পরবর্তী টুইটে তিনি আবার লিখেছেন, ‘‘এই জ্ঞান নিয়ে অর্থ দফতর সামলাচ্ছেন। এই অর্ধ শিক্ষিত মন্ত্রীদের কাছ থেকে বিদ্যাসাগরের বাংলা কি শিখছে।’’

প্রথম টুইটে চন্দ্রিমার ভুল ধরিয়ে দেওয়ার আগে শুভেন্দু লিখেছেন, ‘‘ইনিও (চন্দ্রিমা) মনে হয় ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির স্বনামধন্য পিএইচডি ডিগ্রি প্রাপকের অনুপ্রেরণায় অনুপ্রেরিত!’’

দ্বিতীয় টুইটের শেষ অংশে লিখেছেন, ‘‘অবশ্য এনার (চন্দ্রিমা) নেত্রী আবার ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট তৈরি করে ফেলেন। তাই তো বাংলায় কাটছে দিন বাড়ছে ঋণ।’’

close