Kode Iklan atau kode lainnya

SSC-TET, যা ইচ্ছে নিয়ে CBI দাও, কিছু যায় আসে না! বিস্ফোরক মন্তব্য অভিষেকের

নিউজ ডেস্ক: SSC-TET, যা ইচ্ছে নিয়ে CBI দাও, কিছু যায় আসে না! এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শ্যামনগরে দলীয় সভায় এই মন্তব্য করেন তিনি। 

অভিষেক বলেন, ‘বিচারব্যবস্থা নিয়ে কিছু বলেছিলাম, রাজ্যপাল বলছেন সীমা অতিক্রম করছেন। আমি বলেছিলাম ১ শতাংশ কেন্দ্রের কথা শুনে প্রটেক্ট করছে। বিচারব্যবস্থার ১ শতাংশ নিয়ে বললে, কে জবাব দিচ্ছে? রাজ্যপাল। তার মানে ঠিক জায়গায় ঢিল পড়েছে। এসএসসি-টেট, যা ইচ্ছে নিয়ে সিবিআই দাও, আমাদের কিছু যায় আসে না।’

এসএসসি, নারদা, সারদা নিয়ে তদন্ত হলে তাঁর কাঁচ কলা। এভাবেই কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্যামনগরের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি কোনও দুৰ্নীতিৰ সঙ্গে যুক্ত নন। যদি দোষী প্রমাণিত হন, তাহলে প্রকাশ্যে ফাঁসিতে যেতে রাজি তিনি।

অভিষেক বলেন, 'তৃণমূল কংগ্রেস সিবিআই, ইডি, পুলিশকে সামনে রেখে রাজনীতি করে না। সব কিছুতেই সিবিআই দেওয়া হোক। কিন্তু সিবিআই-র গ্রহণযোগ্যতা কি। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকের ২০০৪ সাল থেকে করছে ১৮ বছর হল। তারা কি পেয়েছে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদের কি ধরেছে সিবিআই।সারদা কাণ্ডে সুদীপ্ত সেন চিঠি লিখে যাদের কথা জানিয়েছেন, তাদের একদিনের জন্যও ডাকা হয়নি।এসএসসি-তে সিবিআই যা করার করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, রাজ্য সরকার সব রকমভাবে সাহায্য করবে। কিন্তু সিবিআই-কে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। সে বিজেপি হোক, আর তৃণমূল হোক।'

close