Kode Iklan atau kode lainnya

ব্রেকিং: প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী কে কে, অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হল তাঁর

 

নিউজ ডেস্ক: প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে। কলকাতায় গুরুদাস কলেজের অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হয়েছে এই ভারত বিখ্যাত গায়কের।

কলকাতায় গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথের। নজরুল মঞ্চে এই অনুষ্ঠান চলছিল। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

গানের অনুষ্ঠানের কারণেই সোমবার মুম্বই থেকে নিজের দল নিয়ে কলকাতায় আসেন তিনি। জানা গেছে, অনুষ্ঠান চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় গভীর শোক নেমে এসেছে। 

গায়ক কে কে, যিনি গত তিন দশকে ভারতীয় সঙ্গীতপ্রেমীদের বহু হিট গান উপহার দিয়েছেন ৫৩ বছর বয়সে মারা গেছেন। তিনি কলকাতায় একটি অনুষ্ঠান চলাকালীন লাইভ পারফর্ম করছিলেন, হটাৎ অসুস্থ বোধ করেন এবং লুটিয়ে পড়েন। 

জানা যাচ্ছে, শো শেষে হোটেলে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। সিএমআরআই হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।

close