Kode Iklan atau kode lainnya

ব্রেকিং: সংবাদমাধ্যমে মুখ খুলতে পারবেন না দিলীপ ঘোষ, বড় নির্দেশ বিজেপির

নিউজ ডেস্ক: সংবাদ মাধ্যমে মুখ খুলতে পারবেন না দিলীপ ঘোষ। সেন্সর করা হল দিলীপ ঘোষকে। বিজেপির  তরফ থেকে বিশেষভাবে সতর্ক করা হল তাঁকে। কোনও অবস্থাতেই সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দিতে পারবেন না তিনি। এমনই নির্দেশ দেওয়া হল। এই মর্মে চিঠি দেওয়া হল। 

বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) নির্দেশেই দিলীপ ঘোষকে সেন্সর করা হয়েছে। কিছুদিন আগেই বাংলার দায়িত্ব থেকে সরিয়ে সর্বভারতীয় স্তরে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও দিলীপ বলেছিলেন বাংলাতেই থাকবেন তিনি। আর এবার মুখ খুলতেই বারণ করা হল দিলীপকে।

সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি যে সব মন্তব্য করেছেন, তা দল ও বিজেপি সর্বভারতীয়  জে পি নাড্ডা 'সিরিয়াসলি' নিয়েছেন। নাড্ডার নির্দেশেই তাঁকে সেন্সর করা হচ্ছে। বলাই বাহুল্য যে, যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আপাতত সমস্তরকম সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। নিজের দলের সতীর্থদের সম্পর্কে কোনওরকম মন্তব্য করা থেকে তাঁকে সতর্ক করা হয়েছে।

close