Kode Iklan atau kode lainnya

চাকরি দেওয়া, TET প্যানেলে নথিভুক্ত করার নামে টাকা নিলে আমাকে জানান: মহুয়া মৈত্র

নিউজ ডেস্ক: চোরদের ভয় পাবেন না, যতই প্রভাবশালী হোক না কেন এক দিন না একদিন ধরা পড়বেই! এমনই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগ উঠেছিল নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। বিধায়কের বিরুদ্ধে ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ সামনে এসেছে। 

এরই মধ্যে ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেখানেই দুর্নীতি মুক্ত সমাজ গড়ার ডাক দিয়েছেন এই তৃণমূল সাংসদ। 

একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী বার বার বলছেন, দলকে সামনে রেখে কোনও রকমের তোলাবাজি করা যাবে না - চাকরি দেওয়ার নাম করে, TET প্যানেলে নথিভুক্ত করার নাম করে, সরকারি কাজ করিয়ে দেওয়ার নাম করে কেউ বা কারা যদি মানুষকে প্রতারণা করে তবে নির্ভয়ে এক্ষুনি পুলিশ বা আমার অফিসে লিখিত অভিযোগ করুন। ভয় পাবেন না। চোর, প্রতারককে ভয় করার কোনও কারণ নেই। যতই প্রভাবশালী হোক না কেন এক দিন না একদিন ধরা পড়বেই - তাই দয়া করে এগিয়ে আসুন - চলুন এই চক্রগুলিকে বন্ধ করি।” 

তাপস সাহার বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে সেই সময় মহুয়ার এই পোস্ট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছিল।

close