Kode Iklan atau kode lainnya

RPSC:৬০০০ শিক্ষক পদে নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন, এক ক্লিকেই বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

নিউজ ডেস্ক: ৬০০০ শিক্ষক পদে নিয়োগ করবে রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। আরও বিশদে জানতে প্রার্থীরা রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ভিজিট করুন।

শিক্ষকপদে শূন্যপদ

মোট ৬০০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

বটানি- ১৬২টি পদ

কমার্স- ১৩০টি পদ

মিউজিক- ১২টি পদ

আর্ট- ৭০টি পদ

এগ্রিকালচার- ২৮০টি পদ

ভূগোল-৩৭৯টি পদ

ইতিহাস- ৮০৭টি পদ

হিন্দি- ১৪৬২টি পদ

পলিটিক্যাল সায়েন্স- ১১৯৬টি পদ

ইংরেজি- ৩৪২টি পদ

সংস্কৃত- ১৯৪টি পদ

কেমিস্ট্রি- ১২টি পদ

হোম সায়েন্স- ২২টি পদ

ফিজিক্যাল সায়েন্স- ৮২টি পদ

ম্যাথেমেটিক্স- ৬৮টি পদ

ইকোনমিক্স- ৬২টি পদ

সোশিওলজি- ১৩টি পদ

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন- ৯টি পদ

পঞ্জাবি- ১৫টি পদ

উর্দূ- ৪০টি পদ

রেসলিং কোচ- ১টি পদ

খো খো কোচ- ১টি পদ

হকি কোচ- ১টি পদ

জিমন্যাস্টিক হকি- ১টি পদ

ফুটবল কোচ- ৩টি পদ

ফিজিক্যাল এডুকেশন- ১১২টি পদ

আবেদন পদ্ধতি

প্রথমে RPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://rpsc.rajasthan.gov.in যেতে হবে।

এরপর 'Apply Online'-এ ক্লিক করে বা এই লিঙ্কে ক্লিক https://sso.rajasthan.gov.in করে লগইন করতে হবে।

তারপর রিক্রুটমেন্ট পোর্টালে উপলব্ধ 'One Time Registration' লিঙ্ক মারফত OTR তৈরি করতে হবে।

আবেদন ফি প্রদান করতে হবে।

আবেদনের ফর্মটি পূরণ করে জমা দিতে হবে।

আবেদনের দিনক্ষণ

আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ মে থেকে। আবেদন করার শেষ দিন ৪ জুন, ২০২২ তারিখ। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। 

সম্পূর্ণ নোটিশ লিঙ্ক

https://rpsc.rajasthan.gov.in/Static/RecruitmentAdvertisements/E7A42C1864D74B82AA62D5F2447DCC81.pdf

close