Kode Iklan atau kode lainnya

‘২০১৯ সালের পরে যাঁরা এসেছিলেন, তাঁরাই চলে যাচ্ছেন’, দলত্যাগ প্রশ্নে বড় মন্তব্য দিলীপের

নিউজ ডেস্ক: ২০১৯ সালের পরে যাঁরা এসেছিলেন, তাঁরাই চলে যাচ্ছেন! দলত্যাগ প্রশ্নে এমনই জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।  এ রাজ্যে দল পরিচালনার রাশ দিল্লিতে থাকায় যে বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্য আসেনি, ঘুরিয়ে সে কথাও মেনে নিয়েছেন তিনি।

গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের একটা বড় অংশ বিজেপিতে নাম লেখান। একাধিক বিধায়ক, মন্ত্রী সেই দলে সামিল হন। তবে বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি গেরুয়া শিবির। এরপরেই ঘরের ছেলেরা আবার ঘরে ফিরতে থাকেন। 

এই দলবদল নিয়ে কটাক্ষের সুরেই এ দিন দিলীপ বলেন, ‘‘২০১৯ সালের পরে যাঁরা এসেছিলেন, তাঁরাই চলে যাচ্ছেন। ২০১৯ সালের আগে পর্যন্ত যাঁরা বুকে পাথরচাপা দিয়ে লড়াই করেছেন, তাঁরা যাননি। তাঁরা অপেক্ষা করছেন।’’ কারও নাম না করলেও মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীকে ইঙ্গিত করে দিলীপের আরও মন্তব্য, ‘‘যাঁদের চাণক্য বলে আমাদের কেউ কেউ মাথায় তুলে নেচেছিল, তাঁরা তৃণমূলে ফিরে গিয়েছে।’’

এই মুহূর্তে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যিনি ২০১৯ সালের পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এই বিষয়ে সরাসরি উত্তর এড়িয়ে দিলীপ বলেন, ‘‘আমি ভুল না ঠিক তা তাঁদেরই প্রমাণ করতে হবে।’’

close