Kode Iklan atau kode lainnya

নিজেদের পেশার স্বীকৃতি চান রাজ্যের গৃহশিক্ষকরা

নিউজ ডেস্ক: পেশার স্বীকৃতি চান রাজ্যের গৃহশিক্ষকরা। দুর্নীতিমুক্ত শিক্ষা ও নিজেদের পেশার স্বীকৃতি চেয়ে সরব হলাে গৃহশিক্ষকদের একটি সংগঠন। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এক সাংবাদিক বৈঠক করা হল।

সেই বৈঠকে টিউটরস ওয়েলফেয়ার অ্যাসােসিয়েশন অফ ইন্ডিয়া নামে ওই সংগঠনের দাবি, দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা গৃহশিক্ষকদের জন্য একটা গ্রিভ্যান্স সেল তৈরি করা হােক। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি বা শিক্ষকতার পেশা নিয়ে অনিয়মের অভিযােগ উঠলে সাধারণ মানুষ যেন সেলে অভিযােগ জানাতে পারেন। 

পাশাপাশি রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করুক বলেও সংগঠনের দাবি। সংগঠন জানায়, তাদের অধীনে রাজ্যে প্রায় ১৯ হাজার গৃহশিক্ষক আছেন। দেশজুড়ে সংখ্যাটা প্রায় ৬৫ হাজার। সংগঠনের সভাপতি স্বপন দত্ত বলেন, গৃহশিক্ষকদের পেশার স্বীকৃতি নেই। তাই সমস্ত গৃহশিক্ষককে এক ছাতার নীচে এনে স্বীকৃতির এই দাবিকে জোরদার করা হবে।'

close