Kode Iklan atau kode lainnya

ব্রেকিং: এবার ফুড সাব ইন্সপেক্টর পদে ৯৯৭ জনের প্যানেল বাতিল

নিউজ ডেস্ক: এবার ফুড সাব ইন্সপেক্টর পদে ৯৯৭জনের প্যানেল বাতিল করল স্টেট এডমিনেস্ট্রেটিভ ট্রাইব্যুনাল  বা স্যাট। নিয়োগে অস্বচ্ছতা, সংরক্ষণ নীতি লঙ্ঘনের অভিযোগে হয়েছিল মামলা। বেশকিছু দিন ধরে শুনানি চলে। নিয়োগে বেশ কিছু অনিয়মের প্রমান পেয়েছে স্যাট। এরপরেই এই প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। 

অস্বচ্ছতা ও বেনিয়মের অভিযোগে, PSC FOOD SI এর প্রায় ৯৯৭ জনের প্যানেল বাতিল করার নির্দেশ দিলো সৌমিত্র পালের নেতৃত্বাধীন SAT। নতুন করে নিয়ম মেনে, আগামী ৪ সপ্তাহের মধ্যে প্যানেলে তৈরির নির্দেশ দেওয়া হল। 

স্যাটের এই নির্দেশের পরে  ৯৯৭ জনের চাকরি নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হল।  এর আগে আদালতে আবেদন করে বলা হয়, ৯৯৭ জনের যে প্যানেল করা হয়েছে তাঁতে যাঁদের নিচের দিকে থাকার কথা, তাঁদেরকে প্যানেলের উপরে রাখা হয়েছে। ফলে নিয়োগে যে দুর্নীতি হয়েছে তা একপ্রকার পরিষ্কার।

এরপরেই আজ ৯৯৭জনের প্যানেল বাতিল করল স্টেট এডমিনেস্ট্রেটিভ ট্রাইব্যুনাল  বা স্যাট। ইতিমধ্যেই ১০০ জনেরও বেশি কাজে যোগ দিয়েছেন। এই অবস্থায় তাঁদের ভবিষ্যতও একরকম অনিশ্চিত হয়ে পড়ল তা বলাই যায়। 

close