Kode Iklan atau kode lainnya

চাকরি হারালেন ৩২০ জন শিক্ষক-শিক্ষিকা ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট, চলছে লাগাতার আন্দোলন

 

নিউজ ডেস্ক: চাকরি হারালেন ৩২০ জন শিক্ষক-শিক্ষিকা ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট। কাজ হারিয়েছেন ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক এর অন্তর্গত ৩২০ জন শিক্ষক-শিক্ষিকা ও ল্যাব-অ্যাসিস্ট্যান্ট। এই ইস্যুতে গত ২৪ দিন ধরে জেলায় জেলায় চলছে অবস্থান সমাবেশ। 

২০১৩ সালে তৃণমূল সরকার ৭২৬ টি সরকার ও সরকার-পোষিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাসে থাকা বৃত্তিমূলক বিষয়গুলি ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে।

শিক্ষা দফতর এটি চালু করলেও ২০১৪  সালে এর পরিচালনভার দেওয়া হয় কারিগরি দফতরকে।  এরপর প্রায় ৪০ টি বেসরকারি সংস্থা বা এজেন্সির দ্বারা এই বিভাগের কাজ চলত। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এর সহ-সম্পাদক বাসুদেব দাস বলেন, "দীর্ঘ ৯ বছর ধরে ছাত্র-ছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে আসছি। অথচ এবার ঠিক স্কুল খোলার আগেই ৩২০ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হল।" 

close