Kode Iklan atau kode lainnya

ফের নিয়োগ বিতর্কে স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ সি-তে ৪০০ ভুয়ো নিয়োগের অভিযোগে তথ্য জমা দেওয়ার নির্দেশ

 

নিউজ ডেস্ক: ফের নিয়োগ বিতর্কে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি-তে ৪০০ ভুয়ো নিয়োগের অভিযোগ উঠল কমিশনের বিরুদ্ধে। আদালত সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলায় গ্রুপ সি পদে প্রায় ৪০০ ভুয়ো নিয়োগ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এসএসসি গ্রুপ ডি পদে ৫৪২ জনের ভুয়ো নিয়োগের অভিযোগ আগেই সামনে এসেছে। এবার এসএসসি গ্রুপ সি পদে নিয়োগে বেনিয়মের অভিযোগ ঘিরে ফের বিতর্ক। মঙ্গলবার যার প্রেক্ষিতে এক মামলায় শুনানিতে এক কর্মীর বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। 

এদিন পূর্ব মেদিনীপুর জেলার এক বাসিন্দার দায়ের করা মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের নির্দেশ, সংশ্লিষ্ট পদে নিয়োজিত এক কর্মীর বেতন বন্ধ করতে হবে। এদিকে যে ৪০০ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তাঁদের ৩৫০ জনকে ইতিমধ্যে নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গিয়েছেন বলে খবর। 

যার প্রেক্ষিতে এদিন এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি ৪৮ ঘন্টার মধ্যে সেই তথ্য জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকেও সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত।

SSC-র group d এর পরGroup-C-তেও ‘ভুয়ো’ নিয়োগের হদিশ,  ৪০০ ভুয়ো নিয়োগের অভিযোগ। আগামী বৃহস্পতিবার দুপুর ২ টা তে মামলার পরবর্তী শুনানি।

close