Kode Iklan atau kode lainnya

এবার নতুন ওয়াটারপ্রুফ ১০০ টাকার নােট বাজারে আসছে

 

নিউজ ডেস্ক: এবার নতুন ওয়াটারপ্রুফ ১০০ টাকার নােট বাজারে নিয়ে আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ নতুন এই নােটটি সম্পর্কে বলা হয়েছে, এটি পুরনাে ১০০ টাকার নােটের মতাে হলেও এই ভার্নিশের প্রলেপ লাগানােয় এটি আরও চকচকে হবে। পাশাপাশি এই নােটটি হবে আরও মজবুত ও টিকসই। যা ছিড়বে না, জলে ভিজে নষ্টও হয়ে যাবে না। তবে এর বেগুনি রং বা গান্ধীজির ছবিতে কোনও পরিবর্তন হচ্ছে না৷ ট্রায়াল হিসেবে ১ কোটি টাকা মূল্যের ১০০ টাকার এই নতুন নােট প্রথমে বাজারে আনা হবে বলেই জানিয়েছে আরবিআই৷ এরপর ধীরে ধীরে বাজার থেকে পুরনাে ১০০টাকার নােটগুলিকে তুলে নেওয়া হবে।

কেন্দ্রীয় সরকার এরই মধ্যে এ বিষয়ে একটি অনুমোদন দিয়েছে।  রাজ্যের অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুর গত বছর উচ্চ সভায় এটি উল্লেখ করেছিলেন।  তিনি উল্লেখ করেছিলেন যে সরকার বার্নিশযুক্ত প্রচ্ছদ ১০০ টাকার নোট ইস্যু করার জন্য আরবিআইকে সবুজ সংকেত দিয়েছে।

তবে মুদ্রণের ব্যয় বাড়বে।  এখন, বর্তমান ১০০ টাকার ১০০০ নোটের মুদ্রণের ব্যয় ১,৫৭০ টাকায় দাঁড়িয়েছে, তবে বার্নিশ-প্রলিপ্তের দাম 20X হবে।  

close