Kode Iklan atau kode lainnya

প্রাথমিকে দ্রুত কাউন্সেলিংয়ের দাবিতে টুইট কর্মসূচি চাকরি প্রার্থীদের

 

নিউজ ডেস্ক: কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়ােগে আর বাধা নেই। তা সত্ত্বেও অন্তত ন’হাজার চাকরিপ্রার্থী নিয়ােগপত্র পাচ্ছেন না। তাই দ্রুত নিয়ােগের দাবিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে গনটুইট করতে চলেছেন মেধাতালিকাভুক্ত চাকরি প্রার্থীরা।  ১৬৫০০ প্রাইমারী শিক্ষক নিয়োগের মেধা তালিকায় বাকি থাকা প্রার্থীদের কাউন্সিলিং করিয়ে নিয়োগ করার জন্য আমরা আগামী সোমবার(৩১/০৫/২১) ও মঙ্গলবার (০১/০৬/২১) তারিখে এই কর্মসূচি নিয়েছে রাধাকৃষ্ণণ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। 

এর আগে রাধাকৃষ্ণণ প্রাথমিক শিক্ষা ঐক্য পরিষদের পক্ষ থেকে মন্ত্রী পরেশ অধিকারীকে স্মারকলিপিও দেওয়া হয়েছে। চাকরি প্রার্থীদের দাবি, মোট ১৬,৫০০ জনের মধ্যে কিছু জনের নিয়োগ সম্পন্ন হয়েছে। অন্তত দুই-তৃতীয়াংশের নিয়োগ এখনও বাকি রয়েছে। অনেকেই বিভিন্ন পাবলিক সেক্টরের চাকরি ছেড়ে দিয়ে কাউন্সেলিংয়ের অপেক্ষায় আছেন। তাই দ্রুত কাউন্সেলিং করে নিয়োগের দাবি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা।    

প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিকের মেধা-তালিকায় দুর্নীতির অভিযােগ ওঠায় মার্চের প্রথম সপ্তাহে প্রাথমিক শিক্ষক নিয়ােগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিভিশন বেঞ্চ সব খতিয়ে দেখে স্থগিতাদেশ তুলে নিয়ে নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে সব জেলার শিক্ষা দফতরে সম্পূর্ণ মেধা-তালিকা টাঙিয়ে দিতে হবে এবং শর্তসাপেক্ষে নিয়ােগ প্রক্রিয়া চালু করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী মেধা-তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু এর মধ্যে বিধানসভার ভােট চলে আসায় পুরাে বিষয়টি নির্বাচনী আচরণবিধির আওতায় এসে যায়। শিক্ষা পর্ষদ তাই এত দিন নিয়ােগ চালু করেনি। যদিও এখনো আর নিয়োগে বাঁধা নেই।  

শান্তনু দে নামে পূর্ব মেদিনীপুরের এক চাকরিপ্রার্থী জানান, হাই কোর্টের একই মেধা-তালিকায় স্থগিতাদেশের আগে একই মেধা-তালিকাভুক্ত অন্তত তিন হাজার প্রার্থী নিয়ােগপত্র হাতে পেয়ে স্কুলে যােগ দিয়েছেন। তিন মাসের বেতনও পেয়ে গিয়েছেন তাঁরা। শুভেন্দু সাঁতরা, নাভূগােপাল দাস নামে দুই প্রার্থীর প্রশ্ন, একই মেধা-তালিকায় থাকা অন্য প্রার্থীদের ক্ষেত্রে পৃথক ফল হবে কেন? ভােট পর্ব শেষ হয়ে যাওয়ায় দ্রুত নিয়ােগের দাবি তুলেছেন তাঁরা।

close