Kode Iklan atau kode lainnya

করােনা টিকা না নিলে শিক্ষকদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না, নির্দেশ ঘিরে বিতর্ক

  

নিউজ ডেস্ক: শিক্ষকদের টিকা নেওয়া বাধ্যতামূলক! কোনও শিক্ষক করােনা টিকা না নিলে স্কুল খুললে তাঁকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের জেলা স্কুল পরির্দশক (মাধ্যমিক) দীপঙ্কর রায় ইমেল করে এমনই নির্দেশ দিয়েছেন। স্কুলগুলাের প্রধান শিক্ষকদের উদ্দেশে লেখা এই ইমেল থেকে বিতর্ক ছড়িয়েছে। 

শিক্ষকদের একাংশের মতে, সমস্ত শিক্ষকরাই টিকা নিচ্ছেন। তবে প্রতিষেধক না নিলে স্কুলে ঢুকতে না দেওয়ার ফতােয়া জারি করাটা এক্তিয়ারের বাইরে গিয়ে নির্দেশ দেওয়া। অনেক শিক্ষক এখনও ইচ্ছা থাকা সত্ত্বেও শাররীক অসুবিধা বা অন্য কারণে টিকা নিতে পারেননি। অনেককে দূরে টিকা সেন্টার হওয়ায় ভ্যাকসিন নিতে পারেননি। তা হলে তাঁরা কী স্কুলে ঢুকতে পারবেন না?

যদিও এই বিষয়ে  দীপঙ্করবাবু বলেন, “স্কুল যখন খুলবে যখন ক্লাস চালু হবে তত দিনে প্রতিটি শিক্ষককে ভ্যাকসিন নিতেই হবে। পড়ুয়াদের স্বার্থে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেউ যদি অসুস্থ থাকেন বা ডাক্তারের নির্দেশে ভ্যাকসিন না নিয়ে থাকেনা সে ক্ষেত্রে নিশ্চই বিবেচনা করে দেখা হবে।”

close