Kode Iklan atau kode lainnya

বৃদ্ধি পেট্রোল-ডিজেলের মূল্য, ক্রমশ বৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত

  

নিউজ ডেস্ক: আবারও বাড়ল তেলের দাম। পাঁচ রাজ্যে ভোট সম্পন্ন হওয়ার পরে ক্রমেই বাড়ছে পেট্রোল ও ডিজেলের মূল্য। সোমবার বাজার খুলতেই oil marketing companie গুলি জানিয়েছে,Petrol-র নতুন দামের ওপর ২৯ পয়সা দাম বাড়ানো হল।  অন্যদিকে  Diesel-র দাম বাড়ল লিটার প্রতি ২৪ পয়সা। 

গোটা দেশ জুড়ে পেট্রোপণ্যের দাম ক্রমশ বৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত। একদিকে করোনার লকডাউন অন্যদিকে দফায় দফায় বেড়ে চলছে   Petrol এবং diesel-র দাম। এতে  ক্রমশ বাড়ছে বাজার দর। এই মূল্যবৃদ্ধি আগামীদিনে বাজারদরকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।   

এদিন তেলের দাম বৃদ্ধির ফলে দিল্লিতে  Petrol এবং diesel-লিটার পিছু দাম হয়েছে ৯৪.২৩ টাকা ও ৮৫.১৫ টাকা।  মুম্বইতে  Petrol দাম লিটার পিছু ১০০.৪৭ টাকা। অন্যদিকে, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র ১০০ পার করেছে।

পাঁচ রাজ্যে ভোট পর্ব চলার সময় তেলের দাম কিছুদিন স্থির ছিল। তারপর থেকে ক্রমেই বাড়ছে তেলের দাম। চলতি মে মাসেই এখনও পর্যন্ত ১৬ দিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। এই ভাবে দাম বৃদ্ধিতে চাপ বাড়ছে  মধ্যবিত্তর। 

close