Kode Iklan atau kode lainnya

'লক্ষ লক্ষ লোক এসেছেন, দু-একজন যাবেন, এটা কোনও ব্যাপার নয়’, দলত্যাগ প্রসঙ্গে দাবি দিলীপের



নিউজ ডেস্ক: বাংলায় বড় পেয়েছে তৃণমূল। এরপরেই ভাঙনের গুঞ্জন শুরু হয়েছে বিজেপির অন্দরে। ইতিমধ্যেই বিজেপিতে যোগ দেওয়া সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাস, সরলা মুর্মু, বাচ্চু হাঁসদারা ফের তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে করেছেন। পাশাপাশি, তৃণমূলে ফেরার জল্পনা বাড়িয়েছেন BJP সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। 

এবার এই প্রেক্ষিতে মুখ খুললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপ বলেন, 'যাদের হিম্মত আছে তারাই BJP-তে থাকতে পারবেন।'

দিলীপ ঘোষ এদিন বলেন, 'এখানে সুবিধা হবে না। তৃণমূলের যেসব নেতাদের হিম্মত আছে তারা থাকবেন, লক্ষ লক্ষ লোক এসেছেন, দু-একজন যাবেন, এটা কোনও ব্যাপার নয়, আসা যাওয়া হতেই থাকবে। আমাদের  মতো শৃঙ্খলাবদ্ধ দলে তৃণমূলের মতো নেতাদের পক্ষে কঠিন। বাকিরা যারা পেশা হিসেবে বনিয়েছেন যেতেই পারেন'।

অন্যদিকে, BJP নেতা তথা মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা ছড়িয়েছে। এই প্রসঙ্গে দিলীপ বললেন, 'অনেক জল্পনা চলছে। অনেকে অনেক কিছু লিখছেন। মনের দু:খের কথা লিখছেন সোশ্যাল মিডিয়ায়। যা উপলব্ধি করেছেন লিখেছেন। এর সঙ্গে রাজনীতি বা সংগঠনের কোনও সম্পর্ক নেই'।

close