Kode Iklan atau kode lainnya

মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি দীপেন্দুর

 

নিউজ ডেস্ক: এবারের বিধানসভা নির্বাচনে বসিরহাট থেকে টিকিট পাননি। অভিমানে দল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান দীপেন্দু বিশ্বাস। যদিও সেখানে বেশিদিন থাকতে পারলেন না। বিজেপি ছেড়েছেন তিনি। 'নারদকাণ্ডে গ্রেফতার, প্রতিহিংসার রাজনীতি' এমনই অভিযোগ তুলে বিজেপির সঙ্গত্যাগ করেছেন দীপেন্দু বিশ্বাস। 

এবার তৃণমূলে যোগ দিতে চেয়ে নিজ হাতে চিঠি লিখলেন দীপেন্দু বিশ্বাস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চিঠি লিখেছেন তিনি।  

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে চিঠি পাঠিয়েছেন স্ট্রাইকার। তাতে তিনি লিখেছেন, ভােটের আগে যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। এবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির হাত থেকে দলীয় পতাকা নিয়ে মমতার অনুগত সৈনিক হিসেবে কাজ করতে চান। পড়ুন চিঠি-



২০১৬ সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেন। এবার তৃণমূল তাঁর ওপর ভরসা রাখতে পারেনি। টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন দীপেন্দু। বিজেপিতে এসেও দীপেন্দুর টিকিট জোটেনি। ফলে একরকম ক্ষুদ্ধ ছিলেন। এবার বিজেপির সঙ্গেই সম্পর্ক ত্যাগ করলেন তিনি। 

close